ঢাকা, ১৫ মে বৃহস্পতিবার, ২০২৫ || ১ জ্যৈষ্ঠ ১৪৩২
good-food
১৬২

রানির শেষকৃত্যে অংশ নিতে যুক্তরাজ্য যাবেন প্রধানমন্ত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৩৯ ১১ সেপ্টেম্বর ২০২২  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৫ সেপ্টেম্বর রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের অনুষ্ঠানে অংশ নিতে লন্ডন যাবেন।

শনিবার রাতে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে অনুষ্ঠিত সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় এই তথ্য জানা যায়।

সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের একাধিক নেতা জানান, ব্রিটেনের রানির মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোকার্ত-মর্মাহত। রানির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে আগামী ১৫ সেপ্টেম্বর যুক্তরাজ্য যাবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফর করার কথা রয়েছে।